ডিঙ্গেদহ প্রতিনিধি: ডিঙ্গেদহ বাজারে অবস্থিত সরকারি খাদ্যগুদামটি তামাক প্রসেজিঙের জন্য পুনরায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের নিকট লিজ না দিয়ে খাদ্যগুদামটি ছেড়ে দেয়ার নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। গত ১১ ফেব্রুয়ারি ঢাকার খাদ্য অধিদপ্তরের চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগের পরিচালক মো. আব্দুর হালিম এ নির্দেশ দেন। রিজিওনাল লিফ ম্যানেজার ব্রিটিশ-আমেরিকান ট্যোবাকো কোম্পানি লিমিটেড ঝিনাইদহ ও লিফ লজিস্টি ম্যানেজার ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড ঢাকার নিকট প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, প্রায় ১ দশক ধরে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহ বাজারের সরকারি খাদ্য গুদামটি লিজ নিয়ে তামাক প্রসেজিং করে আসছিলো। এর আশপাশে একটি মাধ্যমিক বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ, গুদামের গা ঘেঁষে মানুষ বসবাস করে আসছিলো। তামাকের দুগন্ধের ফলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের লেখাপড়া এবং এলাকায় বসবাসাকারীদের অসুবিধা হওয়ার প্রেক্ষিতে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পক্ষে সভাপতি হাবিবুর রহমান ও বসবাসকারীদের পক্ষ থেকে হাজি আকবার আলী মালিথা তামাক কোম্পানির নিকট পুনরায় লিজ না দেয়ার জন্য খাদ্য অধিদপ্তর ঢাকাতে লিখিত অভিযোগ করেন। অপরদিকে লিজ নেয়ার জন্য ব্রিটিশ-আমেরিকান কোম্পানির পক্ষ থেকে আবেদন জানানো হয়। এর প্রেক্ষিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক খুলনার মতামতের ভিত্তিতে খাদ্যগুদামটি টোব্যাকো কোম্পানির নিকট লিজ না দিয়ে গত ২৮ ফেব্রয়ারির মধ্যে বকেয়া ৮ মাসের ভাড়া ভ্যাটসহ আদায় করে খাদ্যগুদামটি বুঝে নেয়ার জন্য জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার নিকট ঢাকার খাদ্য অধিদপ্তরের চলাচল, সংরক্ষণ ও সাইলো বিভাগের পরিচালক মো. আব্দুর হালিম এ নির্দেশ দেন। এর প্রেক্ষিতে গত ২৩ ফেব্রুয়ারি চুয়াডাঙ্গা জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা বকেয়া ৮ মাসের বকেয়া ভাড়া ভ্যাটসহ পরিশোধ করে গত ২৮ ফেব্রুয়ারির মধ্যে খাদ্যগুদামটি ছেড়ে দেয়ার জন্য নির্দেশের পর ১০ দিন পেরিয়ে গেলেও খাদ্য গুদামটি ছেড়ে দেয়া হয়নি। নির্দেশের ১০ দিন অতিবাহিত হলেও সরকারিভাবে নির্দেশ অমান্যকারী হিসেবে টোব্যাকো কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা বিএম মুশফিকুর রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, ইতঃপূর্বে ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড লিজ নেয়ার জন্য মহাপরিচালকের নিকট আবেদন করেছে। এজন্য মহাপরিচালকের নির্দেশ পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে। খাদ্যগুদাম থেকে তামাক প্রসেজিং সেন্টারটি উচ্ছেদ করে সরকারি খাদ্যগুদামে কৃষকদের নিকট থেকে সরকারের নির্ধারিত মূল্যে খাদ্য কিনে সংরক্ষণের জন্য জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে এলাকার সচেতনমহল।