স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা রোয়াকুলির মরহুম রাজাবুল হকের পরিবারকে ২০ হাজার ও চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ের মরহুম জামিল হোসেনের পরিবারকে নগদ ১০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের তহবিল থেকে এ অনুদান প্রদান করা হয়। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, গত মঙ্গলবার বিকেলে অনুদান প্রদান অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম জেনারেল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. রিপন মণ্ডল, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম মন্টুসহ আলমডাঙ্গা শাখা সংগঠনের সভাপতি, সম্পাদক ও কোষাধ্যক্ষসহ দৌলাতদিয়াড় শাখার যুগ্ম সম্পাদক পান্না প্রমুখ উপস্থিত ছিলেন।