মেহেরপুরের গাংনীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

গাংনী প্রতিনিধি: হরতাল-অবরোধের হাত থেকে নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিত করার দাবিতে গতকাল বুধবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদের সামনের সড়কে মানব ন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গাংনী শাখা ওই মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন- মেহেরপুর শিক্ষক সমিতির নেতা গোলাম ফারুক, তামজিদুর রহমান, মাজহারুল ইসলাম, শাহাবুদ্দিন, হাফিজুর রহমান বকুল, আল এমরান প্রমুখ। পরে গাংনী উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি পেশ করা হয়।