দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জুড়ানপুর ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জুড়ানপুর প্রাইমারি স্কুলমাঠে পাক ইয়াং ক্লাবের আয়োজনে ক্লাবপাড়া ও উত্তরপাড়ার মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ক্লাবপাড়া ফুটবল একাদশ ২-১ গোলে জয়লাভ করে।
খেলা শেষে পাক ইয়াং ক্লাবের সভাপতি মখলেসুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য সহিদ সর্দার, আনারুল মেম্বার, জাকিরুল, মন্টু, ছাত্তার মল্লিক, মজিদ মল্লিক, আলফাজ মল্লিক, আব্দুস সালাম মাস্টার, ফরিদ সিদ্দিক, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আব্দুর রকিব। খেলায় রেফারী ছিলেন সালাম, মাসুদ ও ওয়াহেদ।