স্টাফ রিপোর্টার: রিমান্ডে থাকা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না অসুস্থ হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। গতরাত ১০টা ৫০ মিনিটের দিকে তাকে ঢামেকে নেয়া হয়। ঢামেক সূত্রে জানা গেছে, তাকে ইসিজি করানো হতে পারে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গুলশান থানায় দায়ের করা মামলায় ১ম দফার ১০ দিনের রিমান্ড শেষ হওয়ার পর গত শনিবার মাহমুদুর রহমান মান্নাকে ফের ১০ দিনের রিমান্ডে দেন আদালত। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি গুলশান থানায় করা একটি মামলায় মান্নাকে ১০ দিনের রিমান্ড দেন আদালত।