শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতাল বাড়লো

 

স্টাফ রিপোর্টার: লাগাতার হরতাল-অবরোধের ভেতর আবারও হরতাল বাড়ানোর ঘোষণা দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। গতকাল মঙ্গলবার বিকেল থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত হরতাল বাড়ানোর ঘোষণা দেয়া হয়। ১২ ঘণ্টা শিথিল রাখার পর তারা এ ঘোষণা দিয়েছে বিএনপি জোট।

গতকাল মঙ্গলবার বিকেলে বিএনপির যুগ্মমহাসচিব সালাহউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতাল বাড়ানোর ঘোষণা দেয়া হয়। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ নিশ্চিত করায় মঙ্গলবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল শিথিল করেছিলেন তারা।