নতিপোতা ইউপি নির্বাচনে কামরুজ্জামান টুনু ও নাটুদাহে ইউপির চেয়ারম্যান পদে ফজলুল হককে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা

 

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার নতিপোতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান টুনু ও নাটুদাহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ফজলুল হককে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় প্রার্থী ঘোষণার লক্ষ্যে এক জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এদের নাম ঘোষণা করা হয়।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার আব্দুল জব্বার সোনা ও যুগ্মআহ্বায়ক মজিবুল হক মালিক মজু স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্য জানিয়ে বলেছেন, আসন্ন নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী ঘোষণার লক্ষ্যে জেলা বিএনপির এক জরুরিসভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত মোতাবেক নতিপোতা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. কামরুজ্জামান টুনুকে ও নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মো. ফজলুল হককে বিএনপির দলীয় সমর্থিত প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলো।

প্রেসবিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, স্ব স্ব ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে ঘোষিত দলীয় সমর্থিত প্রার্থীর পক্ষে নির্বাচনে কাজ করার জন্য আহ্বান জানানো হলো।