মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ

মেহেরপুর অফিস: উত্থাপিত অভিযোগ মিথ্যা বলে দাবি তুলে তা থেকে মুক্তি পাওয়ার দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুরা। গতকাল মঙ্গলবার বিকেলে শিশু পরিবারের শতাধিক শিশু বিক্ষোভ মিছিলে অংশ নেয়।

জানা গেছে, বিকেলে মেহেরপুর সরকারি শিশু পরিবারের শতাধিক শিশু বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে তারা জেলা প্রশাসক, মেহেরপুর বরাবর একটি স্মারকলিপি পেশ করে। একই সাথে তারা অনুলিপি মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পুলিশ সুপার মেহেরপুর, মহাপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, ঢাকা ও উপপরিচালক সমাজসেবা কার্যালয়, মেহেরপুর এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানাকে অবগত করেছে তারা।

উল্লেখ্য, মেহেরপুর সরকারি শিশু পরিবারের মেট্রোন কাম-নার্স এসএম রুহুল আমিনের নামে মেহেরপুর আমলি আদালতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সরকারি শিশু পরিবারের মোছা. তাছলিমা খাতুন বাদী হয়ে ওই মামলা দায়ের করেন।