ফলোআপ : বেগমপুরের বোয়ালমারীতে জনতার হাতে কপোত-কপোতী আটক : অবশেষে বিয়ে

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের বেগমপুর বোয়ালমারীপাড়ায় রাতের আঁধারে প্রেমিকাকে মোবাইলফোনে ডেকে নিয়ে প্রেমালাপ করতে গিয়ে বেরসিক জনতার হাতে ধরা পড়ে হাসনা ও মানিক। স্থানীয় পুলিশের মধ্যস্থতায় সমাধান না হওয়ায় চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়। অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন প্রেমিক মানিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের সুবদপুর বোয়ালমারী পাড়ার হাবিবুর ওরফে হাবিলের ছেলে মানিক প্রেমসম্পর্ক গড়ে তোলে একই পাড়ার বিল্লাল হোসেনের মেয়ে হাসনা হেনার সাথে। প্রেমের একপর্যায়ে তারা দৈহিক মিলিতও হয়। তারই ধারাবাহিকতায় গত সোমবার রাত ৮টার দিকে মানিক মোবাইলফোনে হাসনা হেনাকে বাড়ির পার্শ্বের একটি বাগানে ডেকে নেয়। তারা দুজন বাগানে একত্রিত হলে বেরসিক জনগণ তাদের আটক করে। পরিস্থিতি স্বাভাবিক করতে হিজলগাড়ি ফাঁড়ি পুলিশ তাদেরকে ফাঁড়িতে নিয়ে যায়। উভয় পরিবারকে বিষয়টি সমাধানের জন্য পুলিশের পক্ষ থেকে বলা হয়। মেয়েপক্ষের লোকজন সমাধান করতে রাজি হলেও বেকে বসে ছেলের পরিবারের লোকজন। উপায়ান্তর না পেয়ে পুলিশ সকালে মনিক ও হাসনাকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করেন। গতকাল মেয়েপক্ষ থেকে মামলার প্রস্তুতি নিলে ছেলেপক্ষের লোকজন থানায় উপস্থিত হয়ে বিয়ের প্রতিশ্রুতিতে তাদেরকে থানা থেকে ছাড়িয়ে নেয়। অবশেষে পানি ঘোলা করে গতকালই দেড়লাখ টাকা দেনমোহরে বিয়ের পিঁড়িতে বসে মানিক। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান মুন্সি বলেন, উভয়পক্ষ নিজেদের মধ্যে সমাধান করে ফেলবে বলে থানা থেকে মানিক ও হাসনাকে ছাড়িয়ে নিয়ে গেছে।