গাংনী প্রতিনিধি: ১১০ গ্রাম গাঁজাসহ হযরত আলী নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর গাংনী উপজেলার নওপাড়া বাজার থেকে গ্রেফতার করে গাংনী থানা পুলিশ। তার বাড়ি সদর উপজেলার কালিগাংনী গ্রামে। এলাকায় সে গাঁজা সম্রাট হিসেবে পরিচিতি।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এএসআই আমিনুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে নওপাড়া বাজারে গাঁজা বিক্রির স্থানে হানা দেন। এ সময় হাতেনাতে গাঁজাসহ হযরত আলীকে গ্রেফতার করা হয়। তার নামে গাংনী থানায় মাদকের তিনটি মামলা রয়েছে। মেহেরপুর ভ্রাম্যমাণ আদালতের তার ছয় মাস কারাদণ্ড হয়েছিলো। কিন্তু মুক্তি পেয়ে আবারো জাড়িতে পড়ে পুরোনো ব্যবসায়। হযরতা আলীর নামে মামলাসহ আদালতে সোপর্দ করা হবে বলে জানান এএসআই আমিনুল ইসলাম।