রুবেলের জন্য আইনি লড়াই ছিলো….

স্টাফ রিপোর্টার: আইসিসি সভাপতি ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আপনারা সবাই জানেন- রুবেলের বিশ্বকাপ ক্রিকেট খেলা নিয়ে আমরা চিন্তিত ছিলাম। এর পরে প্রধানমন্ত্রীর নির্দেশে রুবেলের জন্য আইনি লড়াই করে তাকে বিশ্বকাপে পাঠিয়েছি। প্রধানমন্ত্রী ও আইন মন্ত্রণালয়ের দিকনির্দেশনায় আইনি লড়াই করেই তাকে বিশ্বকাপে পাঠাতে আমরা সক্ষম হয়েছি এবং রুবেল দেশের জন্য বিরাট অর্জন বয়ে এনেছেন।

গতকাল মঙ্গলবার শেরেবাংলানগরস্থ পরিকল্পনা মন্ত্রণালয়ে এনইসি সভা শেষে মুস্তফা কামাল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। পরিকল্পনা মন্ত্রী আরো বলেন, আমরা এর আগেও ইংল্যান্ডকে হারিয়েছি। এবারো হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলাম। এ জয়ে দেশবাসী আনন্দে কেঁদেছে।