এসিএল টি-টোয়েন্টি ক্রিকেটে আমঝুপি পাবলিক ক্লাব জয়ী

 

আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত এসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে আমঝুপি পাবলিক ক্লাব ১৫ রানে গাংনী রাজা গার্মেন্টস অ্যান্ড খেলাঘর একাদশকে পরাজিত করে।

গতকাল মঙ্গলবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে আমঝুপি পাবলিক ক্লাব ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সুজন সর্ব্বোচ ৩৯ রান করে। গাংনী রাজা গার্মেন্টস অ্যান্ড খেলাঘর একাদশের জনি ৪ ওভারে ৪১ রান দিয়ে ৩ উইকেট দখল করে। ১৬৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে গাংনী রাজা গার্মেন্টস অ্যান্ড খেলাঘর একাদশ ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫২ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বনিক ৫৯ রান রান করেন। আমঝুপি পাবলিক ক্লাবের পক্ষে পল্লব ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট সংগ্রহ করে। বিজয়ী দলের সুজনের হাতে আমঝুপি পাবলিক ক্লাবের সহসভাপতি খলিল জোয়ার্দ্দার ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।