স্টাফ রিপোর্টার: ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি অর্পিত সম্পত্তি বিষয়ে কমিটি বা ট্রাইব্যুনালে আবেদন বা মামলা করার সময়সীমা বৃদ্ধির বিধানের প্রস্তাব রেখে বিল চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আ. ক. ম. মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্থায়ী কমিটির বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (দ্বিতীয় সংশোধন) বিল-২০১৩ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন চূড়ান্ত করা হয়। বিলে অর্পিত সম্পত্তি বিষয়ে মামলা বা আবেদন করার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বিলে বিদ্যমান আইনের ধারা ১৬’র উপধারা (১) এর পরিবর্তে নতুন (১) উপধারা প্রতিস্থাপন করার প্রস্তাব করা হয়েছে।
বিলের নতুন উপধারায় বলা হয়েছে, এ আইনের অধীনে আবেদনসমূহ নিষ্পত্তির উদ্দেশে সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, প্রত্যেক জেলার জন্য একটি অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনাল এবং প্রয়োজনবোধে, এক বা একাধিক অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ অতিরিক্ত ট্রাইব্যুনাল গঠন করতে পারবে। এছাড়া বিলে এ সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল স্থাপন গঠনের বিষয়েও বিধানের প্রস্তাব করা হয়েছে। চূড়ান্ত করা বিলটি সংসদের চলতি অধিবেশনে পাস করা হবে। কমিটির সদস্য ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, শাহাব উদ্দিন, মতিউর রহমান ও বেনজীর আহমদ অংশগ্রহণ করেন। এছাড়া মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।