ফকিরাপুল থেকে নারীর পাঁচ টুকরো লাশ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার: রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর খণ্ড খণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ফকিরাপুলের কালভার্ট রোডে ওই নারীর পাঁচ খণ্ড লাশ উদ্ধার করে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের সহকারী কমিশনার সাইফুর রহমান বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে গতকাল মঙ্গলবার বিকালে কালভার্ট রোডের পাশ থেকে ওই পাঁচ খণ্ড লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর পরিচয় এবং এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। আশা করি, দ্রুতই সব জানা যাবে।