টিপ্পনী

খবর:(মেহেরপুরে টায়ার জ্বালিয়ে তরুণ লীগের সড়ক অবরোধ)

এরাও জ্বালায় ওরাও জ্বালায়

এখন তবে কোথায় পালাই

ভাঙে পোড়ায় সামনে যা পায়

আমরা ভয়ে কেবল হাঁপাই

 

আতঙ্ক ভয় লাগছে যবর

চোখে দেখি শ্মশান কবর

ভালোভাবে করলে পরখ

সড়ক-বাজার লাগে নরক।

 

খুলনা ঢাকা সিটি শহর

শুধু বোতল বোমার বহর

দেখে শুনে ভড়কে গেলাম

জন্ম নিয়ে কোথায় এলাম?

 

-আহাদ আলী মোল্লা