গাংনীতে যৌতুকে কপাল পুড়েছে সান্তনার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী গ্রামে গত শনিবার রাতে দাবিকৃত যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় সান্তনা খাতুন (১৪) নামের এক গৃহবধূকে নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে তার স্বামী মাসুদের বিরুদ্ধে। এক লাখ টাকা যৌতুক দিতে অপারগতা প্রকাশ করায় সান্তনাকে মাঠের মধ্যে নিয়ে হাত-পা ও মুখ বেধে মারপিট করা হয়েছে বলে অভিযোগ করে সান্তনা। মুমূর্ষু অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সান্তনা খাতুন ওই গ্রামের আশাদুল হকের মেয়ে। এ ব্যাপারে একটি অভিযোগ দেয়া হয়েছে গাংনী থানায়।

আহত সান্তনা খাতুন জানান, নয় মাস আগে একই গ্রামের কাবের আলীর ছেলে মাসুদের সাথে তার বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ৮০ হাজার টাকা দেয়া হয়। বেশ ভালোই কাটছিলো তাদের দাম্পত্য জীবন। গত কয়েক মাস আগে স্বামী মাসুদ আবারো এক লাখ টাকা যৌতুক দাবি করে। এ দাবি পরিশোধে অপারগতা প্রকাশ করায় মাঝে মধ্যে অকথ্য নির্যাতন চালাতো মাসুদ। গত শনিবার রাতে আবারো যৌতুকের জন্য চাপ দিলে সান্তনা এর প্রতিবাদ করে। এ সময় তাকে বাড়ির পাশে মাঠের মধ্যে নিয়ে হাত-পা ও মুখ বেঁধে শারীরিক নির্যাতন করে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা জানান, সান্তনার শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে। তার উন্নত চিকিৎসা জরুরি।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Leave a comment