স্টফ রিপোর্টার: যশোরে যুবদল ক্যাডারদের ছুরিকাঘাতে সাব্বির হোসেন (২৫) নামে এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে। নিহত সাব্বির হোসেন শহরের পুরাতন কসবা এলাকার আব্দুল জলিলের ছেলে। গতকাল শুক্রবার রাতে শহরের শিল্পকলা একাডেমীর সামনে এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে শিল্পকলা একাডেমীতে সুখমায়া সঙ্গীত একাডেমির উদ্যোগে সঙ্গীতানুষ্ঠান চলছিলো। ছাত্রলীগ কর্মী সাব্বির হোসেন রাত ৯টার দিকে সেখানে যায়। এ সময় শহরের গাড়িখানারোড এলাকার যুবদল ক্যাডার বিল্লালসহ কয়েকজনের সাথে তার কথা কাটাকাটি হয়। এর জের ধরে ওই ক্যাডাররা তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে সাব্বিরের মৃত্যু হয়। যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ জানান, দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সাব্বির হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল জানান, হামলার শিকার সাব্বির ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলো। যুবদল ক্যাডারদের হামলায় সে নিহত হয়েছে।