গাংনীতে সাজাপ্রাপ্ত চার আসামি গ্রেফতার

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ব্রজপুর গ্রামে গতকাল সোমবার সকালে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছে- ব্রজপুর গ্রামের বাজার খান, আব্দুর রহমান (৪৪), আইতাল হোসেন (৪৫) ও আব্দুল জলিল (৪৮)। গ্রামের একটি সংঘর্ষের মামলায় তারা সাজাপ্রাপ্ত হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ওই মামলার রায়ে বাহারের ২ বছর, আব্দুর রহমানের ৫ বছর, আইতালের ৬ মাস ও জলিলের ৬ মাস কারাদণ্ড দেন আদালত। রায়ের পর চার আসামি আত্মাগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে তাদের গ্রেফতারে সক্ষম হয় পুলিশ। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment