ডিঙ্গেদহ প্রতিনিধি: পরিবহনের ধাক্কায় ট্রাক্টরচালক প্রাণে বেঁচে গেলে ও স্থানীয়রা উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা ঝিনেদহ মহাসড়কের ডিঙ্গেদহ বাজারের মানিকদিহির এরশাদ বাগের নিকট। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী এরশাদ বাগের প্রতিবেশী আবু উবাইদা ও ডিঙ্গেদহ বাজারের ট্রাক্টর গ্যারেজ মিস্ত্রি সারজেত হোসেন বলেন, আলমডাঙ্গা উপজেলার গোয়ালবাড়ী গ্রামের ট্রাক্টর মালিক আব্দুর রাজ্জাকের ড্রাইভার একই গ্রামের রমজান আলীর ছেলে আশিকুল সরজগঞ্জ থেকে ট্রাক্টর নিয়ে সারজেত হোসেনে গ্যারেজে ফিরছিলেন। ট্রাক্টরটি ডিঙ্গেদহ বাজারের মানিকদিহির এরশাদ বাগের নিকট পৌঁছুলে ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী আনন্দ পরিবহন পেছন থেকে ট্রাক্টরের লাঙলের সাথে ধাক্কা মেরে সটকে পড়ে। এ সময় ট্রাক্টরটি এরশাদ বাগের সামনে মহানিম গাছের সাথে ধাক্কা মেরে উল্টে পড়ে। ট্রাক্টরচালক আশিকুল আছড়ে পড়ে ট্রাক্টরের নিচে। শব্দ পেয়ে আশে পাশের লোকজন ছুটে এসে ট্রাক্টরের নিচে থেকে ড্রাইভারকে উদ্ধার চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে।