গাংনী প্রতিনিধি: গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর জেলা পুলিশের বিশেষ মোটরসাইকেল চেকিং অভিযানে রেজিস্ট্রেশনবিহীন ৩২ মোটরসাইকেল আটক এবং ৮টি মোটরসাইকেল মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মেহেরপুর সদর, মুজিবনগর ও গাংনী এবং এর অন্তর্গত ১৭টি ক্যাম্প পুলিশ জেলার বিভিন্ন সড়কে একযোগে ওই অভিযান চালায়।
মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মোটরযান আইনের বিভিন্ন ধারায় ৮টি মামলা দায়ের করা হয়েছে। সদর থানা ১৯টি ও গাংনী থানা ১৩টি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেছে। রেজিস্ট্রেশন ফিস জমাদান পূর্বক কাগজপত্র দেখালে মোটরসাইকেল ছাড়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।