চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় বিশু শাহ ওরশ মোবারক ও বাউল মেলার দ্বিতীয় দিন
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার মোমিনপুর সরিষাডাঙ্গা বিশু শাহ মাজার প্রাঙ্গণে বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলার দ্বিতীয় দিন অতিথি ও বিদেশি শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রতিবেশী পশ্চিমবঙ্গের দুজন শিল্পীর অধিক্যের কারণে বাউল শিল্পীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হলেও উপচেপড়া দর্শক-স্রোতার উপস্থিতি গোটা এলাকা মিলনমেলায় রূপ নেয়।
বিশু শাহ’র ৮২তম ওফাত দিবস উপলক্ষে গ্যাটকোর সহযোগিতায় ও মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারের পরিচালনায় আয়োজিত বার্ষিক ওরশ মোবারক ও বাউল মেলার উদ্বোধন করা হয় গতপরশু। গতকাল বৃহস্পতিবার ছিলো দ্বিতীয় দিন। এদিনে অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, ৬ বিজিবি পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রাজ্জাক, এনডিসি মুনিবুর রহমান, ৬ বিজিবির উপঅধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর, নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার প্রফেশনাল ছুফি উল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুনসি, ওসি (তদন্ত) এএইচএম কামরুজ্জামান প্রমুখ। অতিথেদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানোর পাশাপাশি বাউলদের প্রতীক হিসেবে গামছা পরিয়ে বরণ করে নেয়া হয়। এরপরই শুরু হয় সঙ্গীত পরিবেশন। এর আগে অনুষ্ঠানের সূচনায় কোরআন থেকে তেলাওয়াত করা হয়।
সঙ্গীত পরিবেশন করেন বাউল শিল্পী আকলিমা বাউল, রিপন, রাজিব শাহ, ভারত পশ্চিমবঙ্গের অর্ঘ দত্ত ও পূজা ভাটিয়া। মানুষ ভজলে সোনার মানুষ হবি শীর্ষক বাউল মেলায় ভারতীয় শিল্পীদের কণ্ঠে যখন হিন্দি গান শুরু হয় তখনই বাউলদের মধ্যে বিরূপ সমালোচনার ঝড় ওঠে। তবে রাজিব শাহ বেশ কয়েকটি বাউল সঙ্গীত পরিবেশন করে বাউলদের মধ্যে বেশ প্রশংসিত হন। তবে পূজাভাটিয়া স্টেজ জমানো গান পরিবেশন করে উপস্থিত সাধারণ দর্শকদের মাতিয়ে তোলেন। উপস্থিত মহিলাদেরও কেউ কেউ গানের সুরে নিজেকে নাচিয়ে মাতিয়ে তোলেন যেন অন্যদেরও।