ঝিনাইদহসহ ১২ জেলায় পদযাত্রা ও জনসভা করবে ১৪ দল

স্টাফ রিপোর্টার: আগামী ৯, ১০ ও ১১ মার্চ ঝিনাইদহসহ ১২ জেলায় পদযাত্রা ও জনসভা করবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের কর্মসূচি চলাকালে ঘটে যাওয়া সহিংসতাকে দেশবিরোধী চক্রান্ত আখ্যা দিয়ে তিনি জানান, পেট্রোলবোমা, চোরাগুপ্তা হামলা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় ১৪ দল সারাদেশে এ কর্মসূচি পালনোর সিদ্ধান্ত নিয়েছে। ৯ মার্চ সিরাজগঞ্জ, গাজীপুর, চট্টগ্রাম ও কুষ্টিয়ায় ১০ মার্চ বগুড়া, মানিকগঞ্জ, নোয়াখালী ও ঝিনাইদহে ১১ মার্চ গাইবান্ধা, মুন্সিগঞ্জ, ফেনী ও যশোরে পদযাত্রা ও জনসভা করবে কেন্দ্রীয় ১৪ দল। ৩ দিনে ১২ জেলায় কর্মসূচি পালনের জন্য কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে ৪টি টিম করে দায়িত্ব বণ্টন করে দেয়া হয়েছে। ৪ নম্বর টিম ৯ মার্চ কুষ্টিয়া, ১০ মার্চ ঝিনাইদহ ও ১১ মার্চ যশোরে কর্মসূচি বাস্তবায়ন করবে। এ টিমে অংশ নেবেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সংসদের সদস্য বেগম মন্নুজান সুফিয়ান, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, একেএম এনামুল হক শামীম, এসএম কামাল হোসেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য অ্যাড. মোস্তফা লুৎফুল্লা, জাসদের স্থায়ী কমিটির সদস্য মো. খালেদ, গণ-আজাদী লীগের সহসাধারণ সম্পাদক আতাউল্লাহ খান, ন্যাপের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, গণতন্ত্রী পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান কচি, মিজানুর রহমান খান বাবলু, জেপির ভাইস চেয়ারম্যান শরীফ সফিকুল হামিদ চন্দন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী, বাসদের মাহবুবুর রহমান ও সাম্যবাদী দলের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট বীরেন সাহা। এ টিমের সমন্বয়ক হিসেবে থাকবেন- সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

Leave a comment