অ্যাডভোকেট তাজুলকে ছেড়ে দিয়েছে পুলিশ

 

স্টাফ রিপোর্টার: ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের অন্যতম আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামকে আটকের পর ছেড়ে দিয়েছে পল্টন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে তাকে আটক করে রাত সাড়ে ১০টার দিকে ছেড়ে দেয় পুলিশ। তার সহকারী অ্যাডভোকেট শিশির মনির রাত ১০টা ৪০ মিনিটে জানান, ভুল বোঝাবুঝির অংশ হিসেবে তাকে আটক করেছিলো পুলিশ। তবে এখন ছেড়ে দিয়েছে। এরপর আমরা চেম্বারে যাই। জামায়াতের আইনজীবীদের চেম্বার নয়া পল্টনের সিটি হার্টের ১৫ তলায় দ্য ল কাউন্সিলে। সেখানে ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইনজীবীরা বসে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াত নেতাদের মামলা সংক্রান্ত কাজ করে থাকেন। এ চেম্বার থেকেই তাজুলকে পুলিশ আটক করে নিয়ে যায়। তাজুল ইসলাম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানসহ শীর্ষ জামায়াত নেতাদের বিরুদ্ধে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার ডিফেন্স আইনজীবী।

Leave a comment