চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল নেতা সাজিব হাসান মালিক জামিনে মুক্তি পেয়েছেন। ৪১ দিন পর গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। সাজিব হাসান মালিককে গত ২২ জানুয়ারি পুলিশ গ্রেফতার করে।
জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মুনজুরুল জাহিদ স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদল নেতা সাজিব হাসান মালিক মুক্তি পেয়েছেন। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুনজুরুল জাহিদ ফুলের মালা দিয়ে বরণ করেন। ছাত্রনেতা গ্রেফতারের প্রতিবাদে এ সময় তিনি বলেন, শেখ হাসিনার সরকার যতো নেতাকর্মীকে জেলহাজতে পাঠাবেন ততোই দেশ রক্ষার আন্দোলনে ছাত্রদলে নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলনের মাধমে দেশ মাটিকে গণতন্ত্র খুনির হাত থেকে রক্ষা করবেন। বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা বাতিল ও শামসুজ্জামান দুদুসহ সকল বন্দী নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি করেন।