আম আদমির কার্যনির্বাহী কমিটি থেকে দুই নেতা বাদ

 

মাথাভাঙ্গা মনিটর: আদমি পার্টির (এএপি) কার্যনির্বাহী কমিটি থেকে দু প্রতিষ্ঠাতা সদস্য যোগেন্দ্র যাদব ও প্রশান্ত ভূষণকে বাদ দেয়া হয়েছে। গত বুধবার কার্যনির্বাহী কমিটির বৈঠকে ভোটাভুটির মাধ্যমে তাদের বাদ দেয়া হয়। দলীয় প্রধানের চেয়ার থেকে অরবিন্দ কেজরিওয়ালকে সরিয়ে দেয়ার চক্রান্তে জড়িত থাকা এবং দলীয়শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়। তারা সম্প্রতি অরবিন্দ কেজরিওয়ালের তীব্র সমালোচনা করে আসছিলেন। এর ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার সকালে কেজরিওয়াল দলের আহ্বায়কের পদ থেকে সরে যাওয়ার জন্য কার্যনির্বাহী কমিটির কাছে চিঠি দেন। এরপরই কমিটি জরুরি বৈঠকে বসে। বৈঠকে দলীয় প্রধান কেজরিওয়াল উপস্থিত ছিলেন না।

Leave a comment