মানুষ ভজলে সোনার মানুষ হবি এ স্লোগানে বিশুশাহ বাউল মেলার উদ্বোধন
মুন্সিগঞ্জ প্রতিনিধি/মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আধ্যাত্মিক সাধক বিশুশাহ’র ৮২তম ওফাত দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় গতকাল সন্ধ্যায় বাউল মেলা উদ্বোধন করা হয়েছে। আমন্ত্রিত শিল্পীদের গানে গানে মুখরিত হয়েছে মেলা প্রাঙ্গণ। বাউল সাধক ও ভক্ত অনুরাগীদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। মেলাকে কেন্দ্র করে মেলার চারপাশে বিভিন্ন স্টলে ছিলো উপচেপড়া ভিড়।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা গ্রামের আধ্যাত্মিক সাধক বিশুশাহ’র ৮২তম ওফাত দিবস উপলক্ষে বাউল গানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন বিশুশাহ মাজার কমিটির সভাপতি আব্দুর সালাম জোয়ার্দ্দার। প্রধান অতিথি ছিলেন গ্যাটকো এগ্রো ভিশনের খুলনা বিভাগীয় এরিয়া ম্যানেজার শেখ ইমরান আলী। বিশেষ অতিথি ছিলেন নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান মাজু, মহি শাহ, ইসলাম শাহ, ইসমাইল শাহ, আলী শাহ প্রমুখ। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন গঞ্জের শাহ। এছাড়া বাউল গান পরিবেশন করেন দেশবরেণ্য শিল্পী আব্দুল লতিফ শাহ, মজিবার রহমান লাড্ডু, রাজিব শাহ, শান্ত, জসিম ও সাইমা। অনুষ্ঠানের বাউল সাধক ও ভক্ত অনুরাগীদের উপস্থিতি ছিলো চোখে পাড়ার মতো। বাউল মেলা ঘিরে ছোট বড় স্টলে ছিলো ক্রেতাদের ভিড়। আজ বৃহস্পতিবার ভারত ও বাংলাদেশের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা ও উপস্থাপনা করেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার।