বেলগাছির অবসরপ্রাপ্ত সেনাসদস্য সন্টু মিয়ার ইন্তেকাল : দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের মিয়ার বেলগাছি ঈদগাপাড়ার অবসরপ্রাপ্ত সেনাসদস্য মতিউর রহমান ওরফে সন্টু মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না……….রাজেউন)। গতপরশু তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। গতকাল বুধবার সকাল ১০টায় সেনাবাহিনীর একটি চৌকস দল তার প্রতি সম্মান প্রদর্শন করে। পরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।

পারিবারিকভাবে জানানো হয়েছে, মৃত আমম্মদ আলী বিশ্বাসের ছেলে মতিউর রহমান সন্টু মিয়া করপোরাল পদে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন। মৃত্যুকালে তিনি দু ছেলে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।