কুষ্টিয়া ইবির বলরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে তিনজন আহত

জামজামি প্রতিনিধি: কুষ্টিয়া ইবির বলরামপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে দুটি কৃষক পরিবারের মাঝে বাগবিতণ্ডা ও রক্তক্ষয়ী সংঘর্ষে উভয়পক্ষের ৩ জন আহত হয়েছে। কৃষক আব্দুল খালেক গঙের লোকজন প্রতিপক্ষের কৃষক শহীদ মণ্ডলের বাড়িতে চড়াও হয়ে ঘরবাড়ি ভাঙচুর করলে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে দু পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে আহতদের উদ্ধার করে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।