দুটি প্যানেলভুক্ত প্রার্থীদের জোর প্রচার-প্রচারণা

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন কাল

 

স্টাফ রিপোর্টার: আগামীকাল চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। শহীদ আবুল কাশেম সড়কস্থ সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।

প্রতিদ্বন্দ্বী প্যানেল দুটির মধ্যে চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক ঐক্য পরিষদ প্যানেলভুক্তরা পরিবর্তনের স্লোগান তুলে সকল মালিকের কর্তৃত্বের প্রতি গুরুত্বারোপ করে জোর প্রচার-প্রচারণা চালিয়েছেন। অপর প্যানেলভুক্ত সভাপতি পদপ্রার্থী আলী রেজা সজল ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে রয়েছেন। এ প্যানেলভুক্তরা সাংগঠনিক অভিজ্ঞতার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে স্বপক্ষে রায় নেয়ার জন্য জোর প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন।

চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির বর্তমান সদস্য সংখ্যা ৯৬ জন। প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা কমতি রাখেননি। নির্বিঘ্নে ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার আহ্বান উভয়পক্ষের। প্যানেল দুটির একটির সহসভাপতি পদে হাজি সাইদুর রহমান, অপরটির মজিবুল হক খোকন। একটির বর্তমান সাধারণ সম্পাদক আবুল কালাম অপরটির সাবেক সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দীন মুক্তা। দুটি প্যানেলভুক্ত সকল প্রার্থীই দৈনিক মাথাভাঙ্গায় প্যানেল পরিচিতি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেছেন।