জামজামি প্রতিনিধি: হরিণাকুণ্ডু ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে গতকাল বুধবার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বেলা ৯টায় মশাল জ্বালিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মুঞ্জুর আলম। প্রধান অতিথি ছিলেন হরিণাকুণ্ডু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুর রশিদ। শিক্ষক আনিচুর রহমান ও রাকিবুল ইসলামের উপস্থাপনায় বক্তব্য রাখেন- শিক্ষক ওয়াহেদুর হক, আলমগীর হোসেন, মোছা. মেহেরুন নেছা, আব্দুস সালাম, মসলেম উদ্দিন, জালাল উদ্দিন, রজব আলী প্রমুখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক মো. কামাল হোসেন।