গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী এতিমখানার পাশে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এতিমখানার নার্সারি থেকে ছাগল তাড়াতে গিয়ে এক ছাত্রের ইটের আঘাতে এটির বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছেন এতিমখানার তত্ত্বাবধায়ক মিজানুর রহমান। গাংনী র্যাব ক্যাম্পের সদস্য ও থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, এতিমখানার ছাত্র মহিবুল নার্সারি থেকে একটি ছাগল তাড়ানোর সময় একটি ইটের টুকরা ছুড়লে সেটি নার্সারির বাইরে পড়লে বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে পাড়ার অনেকেই ছুটে আসেন ঘটনাস্থলে। স্থানীয়রা ধারণা করছেন, কোনো নাশকতামূলক কাজের জন্য এটি নার্সারির বাইরে রেখে যেতে পারে দুর্বৃত্তরা। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।