মেহেরপুর অফিস: মেহেরপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪ দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার সম্পন্ন ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে এ সম্পন্ন অধিবেশন অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক এসএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিৎলা পাটবীজ খামারের যুগ্ম পরিচালক আলমগীর মিয়া। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ। মেলায় বহির্বিভাগে প্রথম বিএডিসি, দ্বিতীয় সবুজ ছায়া নার্সারি ও তৃতীয় হয়েছে ইস্পাহানি এগ্রো লিমিটেড। এছাড়া কৃষি বিভাগে প্রথম জৈবসার গ্যালারি, দ্বিতীয় খাদ্য ও পুষ্টির স্টল এবং তৃতীয় হয়েছে কৃষকের আদর্শবাড়ি। আর অসময়ে আম প্রদর্শন করে প্রথম হয়েছেন মেহেরপুর শহরের মণ্ডলপাড়া এলাকার সায়াফ আঞ্জুম রন্তি। মেহেরপুর কৃষি অফিসের খামার বাড়ি চত্বরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৪ দিনব্যাপি এ মেলা গত রোববার উদ্বোধন করা হয়।