জীবননগর উথলীতে বোমার বিস্ফোরণ

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী গ্রামের রেলগেটের পাশে লিখনের মুদিদোকানের সামনে গত মঙ্গলবার রাত ১১টার দিকে বিকট শব্দে শক্তিশালী একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। বিস্ফেরিত বোমার বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে ঘটনাস্থলে প্রায় পাঁচ শতাধিক মানুষ ভিড় জমায়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমা বিস্ফোরণের ঘটনার রহস্য উদঘাটনে রাতেই তদন্ত কাজ শুরু করেছে। গ্রামবাসী জানায়, ৪-৫ জন অজ্ঞাত যুবক রাত ১১টার দিকে লিখনের মুদিদোকানকে লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। কিন্তু নিক্ষিপ্ত বোমাটি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।