তিস্তার জট খুলতে মোদিকে মমতার চিঠি

মাথাভাঙ্গা মনিটর: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এক চিঠিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জানিয়ে দিয়েছেন বাংলাদেশের সাথে তিস্তার পানি-বণ্টন নিয়ে তার বিরোধিতা নেই। ঢাকা সফর থেকে ফিরে লেখা এ চিঠিতে মমতা জানিয়েছেন- এ চুক্তি নিয়ে জট খুলতে তিনি সহযোগিতাই করতে চান। গতকাল কোলকাতার একটি পত্রিকার অলাইন সংস্কারণে এ তথ্য প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে- সব ঠিক থাকলে এপ্রিল মাসেই ঢাকা সফরে যেতে চান প্রধানমন্ত্রী মোদি। মোদি বাংলাদেশ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে সাথে নিয়েই ঢাকায় যেতে চান তিনি। ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লিতে হাসিনার সাথে গঙ্গার পানি-বণ্টন নিয়ে চুক্তি করার সময় তত্কালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া যেভাবে পশ্চিমবঙ্গের তত্কালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে সাথে রেখেছিলেন, তিস্তা চুক্তিতেও মমতাকে ঠিক একই ভাবে সাথে নিয়ে চলতে চাইছেন মোদি। এদিকে বাংলাদেশ থেকে ফিরেই মমতা নিজে তার সফরের খুঁটিনাটি জানিয়ে চিঠি লিখেছেন প্রধানমন্ত্রীকে। সেই চিঠিতে বলা হয়েছে- তার সফর ইতিবাচক হয়েছে। তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ পানির ভাগ নিয়ে দু পক্ষেরই কিছু দাবি-দাওয়া রয়েছে। এ চুক্তি নিয়ে সৃষ্ট জট আলোচনার মাধ্যমেই কাটিয়ে ফেলা সম্ভব।