মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেনের পূর্বে বিদ্রোহী নিয়ন্ত্রিত দোনেৎস্ক এলাকার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৩ শ্রমিক মারা গেছে। গতকাল বুধবার সকালে জাসইয়াদকো খনিতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। এ পর্যন্ত এ ঘটনায় ৩৩ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন কিয়েভে ইউক্রেন পার্লামেন্টের প্রেসিডেন্ট ভোলোদিমির গ্রোইসম্যান। তিনি আইনপ্রণেতাদের এক মিনিট নীরবতা পালনের আহ্বান জানান। দোনেৎস্ক পিপলস রিপাবলিকের জ্বালানী মন্ত্রণালয়ের নারী মুখপাত্র জুলিয়া বেদিলো এর আগে সংবাদ মাধ্যমকে জানান, গ্যাস বিস্ফোরণে ১ শ্রমিক নিহত ও আরো ১৪ জন আহত হয়েছে। তিনি আরো বলেন, এখন খনিতে ৭০ জন আটকা রয়েছে। আমরা তাদের সেখান থেকে উদ্ধার করছি। ইউনিয়নের এক মুখপাত্র জানায়, বিস্ফোরণের সময় ২০৭ শ্রমিক খনিতে আটকা পড়ে। এদের মধ্যে বিস্ফোরণ যে স্থানে ঘটেছে সেখানে ৫৩ জন আটকা পড়েছে। ইউনিয়ন মুখপাত্র মিখাইল ভলিনেতস বার্তা সংস্থাকে বলেন, ৪৭ শ্রমিকের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। তারা মারা গিয়ে থাকতে পারে। তিনি আরো বলেন, গুরুতরভাবে পুড়ে যাওয়া পাঁচ শ্রমিককে উদ্ধার করা হয়েছে।