স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি আজ চুয়াডাঙ্গা আসছেন। সকাল ৭টায় তিনি ঢাকা সংসদ ভবনস্থ বাসভবন থেকে সড়ক পথে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হবেন। তার সফরসূচিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, আজই তিনি সন্ধ্যায় ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিসভায় উপস্থিত থাকবেন। ৬ মার্চ তিনি আলমডাঙ্গার ভাংবাড়িয়ার মহেশপুর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ঐতিহাসিক ৭ মার্চের কর্মসূচি পালনসহ পরবর্তী কর্মসূচি স্থানীয়ভাবে দেয়া হবে বলে জানা গেছে।