আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে অনুষ্ঠিত এসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মেহেরপুর ফ্রেন্ডস সার্কেল ৭ রানে চুয়াডাঙ্গা জুভেন্টাস একাদশকে পরাজিত করে। গতকাল বুধবার দুপুরে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত খেলায় টস জিতে মেহেরপুর ফ্রেন্ডস সার্কেল প্রথমে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্ব্বোচ উজ্জ্বল ৪২ ও মনি ২৬ রান করে। চুয়াডাঙ্গা জুভেন্টাস একাদশের সোহেল ২৭ রান দিয়ে ৪ উইকেট দখল করে। ১২৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে চুয়াডাঙ্গা জুভেন্টাস ১৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সাইদ ২৫ রান ও আরিফ ২২ রান করেন। মেহেরপুর ফ্রেন্ডস সার্কেলের পক্ষে মনি ১৫ রান দিয়ে ৩ উইকেট ও ব্যাটে ২৬ রান করায় ম্যান অব দ্য ম্যাচ।