৪ দিনব্যাপি সঙ্গীত অনুষ্ঠানে দেশ-বিদেশের শিল্পীরা মাতাবেন মঞ্চ
মুন্সিগঞ্জ/মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের সরিষাডাঙ্গার বিশুশাহ মাজার প্রাঙ্গণে আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে ৮২তম বিশুশাহ বার্ষিক ওরশ মোবারক ও বাউলমেলা। মাজারের ধোয়া-মোছার কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। মঞ্চও প্রস্তুত করা হয়েছে। পিটিআই মোড়, নীলমণিগঞ্জ বাজার, সরিষাডাঙ্গা গ্রামে বড় বড় তোরণ করা হয়েছে। প্রতিবারের মতো এবারো ৪ দিনব্যাপি সঙ্গীত অনুষ্ঠানের জন্য দেশবরেণ্য শিশ্পী ও ভারত থেকে শিল্পী আনা হয়েছে। সাধুদের জন্য আলাদা জায়গা করা হয়েছে মাজার প্রাঙ্গণে।
আয়োজকদের তরফে বলা হয়েছে, সতীর্থ আধ্যাত্মিক সাধক বিশুশাহ’র ৮২তম ওফাত দিবস উপলক্ষে প্রতিবারের ন্যায় সরিষাডাঙ্গা গ্রামের বিশুশাহের মাজার প্রাঙ্গণে মানুষ ভজলে সোনার মানুষ হবি এ স্লোগানকে সামনে রেখে আজ বুধবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে সঙ্গীত অনুষ্ঠান ও বাউলমেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে বাউল ও ভক্ত অনুরাগীরা আসতে শুরু করেছেন। মাজার ও মাজার প্রাঙ্গণ সাজানো ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। বিভিন্ন কারুকার্য করে সাজানো হয়েছে তোরণ। মঞ্চ ও লাইটিং, সাউন্ড, ডিশলাইনের সরাসরি প্রচারের জন্য অক্লান্ত পরিশ্রম করে সমাপ্ত করেছে তাদের কাজ। আমন্ত্রিত অতিথি ও দর্শকদের বসার স্থানও করা হয়েছে ইতোমধ্যে। অনুষ্ঠান চলবে ২০, ২১, ২২, ২৩ ফাল্গুন, ১৪২১ বাংলা, ৪, ৫, ৬, ৭ মার্চ ২০১৫ ইং মধ্যরাত ও দিনব্যপি। কর্তৃপক্ষ বাংলাদেশ ও ভারত থেকে শিল্পী আসার ব্যাপারটা নিশ্চিত করেছে। এবারের শিল্পীদের মধ্যে থাকছে ভারতের পূজা ভাটিয়া, ইন্দ্রজিত, শুভ, কার্তিক বাউল, অঘর্ দত্ত ও ডি ভাস্কর. বাংলাদেশের থাকছে রাজীব, অঞ্জলী, আব্দুল লতিফ, ইন্দ্রীয়া কৃষ্ণসহ দেশবরেণ্য শিল্পীবৃন্দ। মেলাজুড়ে বাচ্চাদের খেলনা, মিষ্টির দোকানসহ রকমারি দোকান বসেছে।
এ ব্যাপারে সার্বিক পরিচালনায় থাকা মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে সাধুভক্তরা আসা শুরু করেছেন। সব ঠিকঠাক আছে, যথাসময়ে অনুষ্ঠান শুরু করা হবে।