স্টাফ রিপোর্টার: অবরোধের মধ্যে দেশব্যাপি টানা ৭২ ঘণ্টার হরতাল শেষ হওয়ার আগেই তা ৪৮ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দিয়েছে ২০ দলীয় জোট। জোটের পক্ষে এক বিবৃতিতে আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত হরতাল বাড়ানোর ঘোষণা দেন। এছাড়া কাল বৃহস্পতিবার সারা দেশে জেলা, উপজেলা, থানা, পৌরসভা ও সব মহানগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণমিছিলেরও ঘোষণা দেয়া হয়। অপরদিকে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ, বিক্ষিপ্ত মিছিলের মধ্যে বিরোধী জোটের ডাকা অনির্দিষ্টকাল অবরোধের ৫৭তম দিন অতিবাহিত হয়েছে। অবরোধের সঙ্গে হরতালের মধ্যে দেশের বিভিন্নস্থানে অন্তত ৩২টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে পেট্রলবোমা হামলায় কাভার্ডভ্যানের চালক নিহত হয়েছেন। রাত পৌনে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ এলাকায় কয়লাবাড়ি ট্রাক টার্মিনালে ৯টি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ৯টি ট্রাকে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এদিকে চুয়াডাঙ্গা ডিঙ্গেদহের অদূরে জেরআর পরিবহনে ইট-পাটকেল নিক্ষেপে ভাঙচুর করা হয়েছে বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে। রাজধানীর উত্তরা ও কদমতলীতে দুটি কেরানিগঞ্জে একটি, চাঁপাইনবাবগঞ্জে সাত, জয়পুরহাটে তিন, কুমিল্লায় এক, নোয়াখালীতে দুই, বরিশালে দুই, ফেনীতে দুই, সিলেটে এক, দিনাজপুরে এবং নারায়ণগঞ্জে একটি যানবাহনে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। দেশের বিভিন্নস্থানে বিরোধী জোটের নেতাকর্মীদের গ্রেফতারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গতকাল দেশের বিভিন্নস্থান থেকে দু শতাধিক বিরোধী নেতাকর্মীকে আটক করা হয়েছে।