ঝিনাইদহ বিসিকে তুলা কারখানায় আগুন

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ বিসিক শিল্পনগরীতে জিনিং কটন মিলে আগুন লেগেছে। গতকাল মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ ফায়ার সার্ভিস অফিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আব্দুর রউফ মোল্লা জানান, জিনিং কটন মিলের উৎপাদন বিভাগের মেশিনের ত্রুটির কারণে আগুন লাগে। এ সময় কারখানায় কর্মরত কর্মীরা ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে বড় কোনো ক্ষতি হয়নি।

কারখানায় কর্মরত মেশিন অপারেটর মোজাফফর হোসেন বলেন, দুটি মেশিনের একটিতে কাজ করছিলাম। এ সময় অন্য কর্মী সরোয়ার হোসেন এসে আর একটি মেশিন চালু করলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেন। আগুনে উৎপাদন বিভাগে থাকা ১২ বস্তা তুলা ভস্মীভূত হয়।