আলমডাঙ্গা ব্যুরো: বিখ্যাত কীটনাশক সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশকসহ আলমডাঙ্গার পল্লি রামদিয়া-কায়েতপাড়ার জাইদুল ইসলামকে (৩৫) আটক করা হয়েছে। তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সিনজেন্টা কোম্পানির নকল কীটনাশক বিক্রির অভিযোগ উঠে। গতকাল গ্রামবাসী তাকে হাতেনাতে নকল কীটনাশকসহ ধরে উত্তমমধ্যম দিয়ে মুচলেকায় স্বাক্ষর করিয়ে ছেড়ে দেয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নের রামদিয়া-কায়েতপাড়া গ্রামের কীটনাশক বিক্রেতা জাইদুল ইসলামের (৩৫) বিরুদ্ধে কীটনাশক কোম্পানি সিনজেন্টার পরিবর্তে একই কোম্পানির নামে নিম্নমানের নকল কীটনাশক বিক্রির অভিযোগ ওঠে। তার নিকট থেকে কীটনাশক কিনে প্রতিনিয়ত প্রতারিত হয়ে আসছিলো এলাকার কৃষক। বিষয়টি জানতে পারেন সিনজেনটা কোম্পানির মার্কেটিং অফিসার সাইদুল ইসলাম। তিনি এলাকাবাসীর সহযোগিতায় গতকাল দুপুরে সিনজেন্টা কোম্পানির ভিরতাকো ৪০ ডব্লিউজি নামক ১২০ প্যাকেট নকল কীটনাশকসহ জাইদুল ইসলামকে আটক করেন। এ সময় মধুপুর গ্রামের ক্ষুদ্ধ কৃষকরা তাকে উত্তমমধ্যম দিয়েছে বলে এলাকার অনেকে জানায়। পরে ভবিষ্যতে আর নকল কীটনাশক বিক্রি করে কৃষকের সাথে প্রতারণা করবে না লেখা মুচলেকায় স্বাক্ষর করিয়ে গ্রামবাসী তাকে ছেড়ে দেয়। ঘটনাস্থলেই উদ্ধারকৃত ১২০ প্যাকেট নকল কীটনাশক পুড়িয়ে ফেলা হয়।