স্টাফ রিপোর্টার: বাংলাদেশে বসবাসরত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানকে আদালত অবমাননার দায়ে সাজা দেয়ায় উদ্বেগ জানিয়ে বিবৃতি প্রদানকারী আরো ১০ জনকে ক্ষমা করেছেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল। গতকাল মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২-এ আদেশ দেন। ১০ বিশিষ্ট নাগরিক হলেন- ড. আলী রিয়াজ, ড. পারভীন হাসান, তাহমিমা আনাম, ফেরদাউস আজিম, মহিউদ্দিন আহমেদ, ড. ফোস্টিনা পেরেরা, নূর খান লিটন, ড. সামিয়া হক, ড. শেওতী সবুর, সারা সাহাবুদ্দিন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি বিবৃতিদাতা ৪৯ জনের মধ্যে ১৪ জনকে ট্রাইব্যুনাল ক্ষমা করে দেন। এ বিষয়ের পরবর্তী আদেশের জন্য ১৮ মার্চ দিন ধার্য করা হয়েছে। বাকি ২৫ বিশিষ্ট নাগরিকের বিষয়ে ওই দিন পরবর্তী আদেশ দেয়া হবে। আদালত অবমাননার দায়ে দণ্ডিত ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যানের সাজার বিষয়ে বিবৃতি দেয়া নাগরিকদের কাছে ব্যাখ্যা চেয়ে গত ১৪ জানুয়ারি আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল।