বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর

মাথাভাঙ্গা মনিটর: বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্থানটি ধরে রেখেছে সিঙ্গাপুর। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। সংস্থাটির গবেষণায় দেখা যাচ্ছে, গত এক বছরে শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় খুব একটা হেরফের হয়নি। প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর। এরপর যথাক্রমে ফ্রান্সের প্যারিস, নরওয়ের অসলো, সুইজারল্যান্ডের জুরিখ ও অস্ট্রেলিয়ার শহর সিডনির নাম রয়েছে। ২০১৩ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর ছিল টোকিও। গত বছর টোকিওর স্থান দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুর। এ বছর টোকিও ব্যয়বহুল শহরের তালিকায় ১১ নম্বর স্থানে রয়েছে। নিউ ইয়র্ককে ভিত্তি ধরে বিশ্বের ১৩৩টি শহরের জীবনযাত্রার ব্যয় নিয়ে গবেষণাটি করেছে ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট। এতে খাবারের খরচ, পোশাক ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সেবার খরচসহ ১৬০টি সেবার ব্যয় বিবেচনায় নেয়া হয়েছে। দৈনন্দিন খুচরা পণ্যের মূল্য বিবেচনায় নিউ ইয়র্ক থেকে সিঙ্গাপুর ১১ শতাংশ বেশি ব্যয়বহুল। পোশাকের জন্য সবচেয়ে ব্যয়বহুল দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল। নিউ ইয়র্ক থেকে এখানে পোশাকে মূল্য ৫০ শতাংশ বেশি। অপরদিকে সিঙ্গাপুরের জীবনযাত্রায় পরিবহন খরচ অত্যন্ত বেশি, নিউ ইয়র্কের তুলনায় প্রায় তিনগুণ।