স্টাফ রিপোর্টার: বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি গ্রামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় তার কথিত প্রেমিকার বাড়িতে বিক্ষুব্ধ গ্রামবাসী আগুন দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করেছে ও ২৫ টি ফাঁকা গুলি ছুড়েছে। হত্যার সাথে জড়িত সন্দেহে কথিত প্রেমিকাসহ তার পরিবারের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। জামবাড়ি গ্রামের প্রভাবশালী বাসিন্দা যশোরথ সমাদ্দারের মেয়ে মিতু সমাদ্দারের (১৮) সাথে একই গ্রামের সুপেন মিস্ত্রীর ছেলে তিতুমীর কলেজের ছাত্র সুখদেব মিস্ত্রীর (২৬) প্রেমের সম্পর্ক ছিলো। সুখদেব এক আত্মীয়র বিয়ে উপলক্ষে গতকাল সোমবার সকালে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যান। গত সোমবার রাত ১১টার দিকে মিতু সুখদেবকে ফোনে তাদের বাড়িতে ডেকে নিয়ে যান। মঙ্গলবার সকালে সমাদ্দারের বাড়ির পাশে বাগানে সুখদেব মিস্ত্রীর লাশ স্থানীয়রা ফুসে উঠে। যশোরথ সমাদ্দারের বাড়িতে হামলা চালায়। বিক্ষুব্ধ লোকজন বাড়ি ভাঙচুর করে বসতঘরে আগুন ধরিয়ে দেয়।