ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার

 

ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে সদ্য ভূমিষ্ট এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার মান্দারতলা খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, মান্দারতলা গ্রামের খালের পানিতে তারা হঠাত একটি শিশুর লাশ ভাসতে থাকে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। ঘটনাস্থলে পৌঁছে হরিণাকুণ্ডু থানা পুলিশ সদ্য ভূমিষ্ট নবজাতকটির মৃতদেহ উদ্ধার করে। শিশুটির পিতৃপরিচয় বা কে কখন তাকে পানিতে ফেলে যায় তা জানাতে পারেনি পুলিশ। হরিণাকুণ্ডু থানার ওসি মহিবুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হবে।