স্টাফ রিপোর্টার: রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা ভাদিরন নেছা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত ভাদিরন নেছাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ৪ ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর বেলা ৫টার দিকে তিনি মারা যান।
জানা গেছে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাধীন জয়রামপুর চৌধুরীপাড়ার সলেমান আলীর স্ত্রী ভাদিরন নেছা (৬৫) গতকাল বৃহস্পতিবার বেলা ১টার দিকে পুকুরে গোসল করতে যাওয়ার জন্য বাড়ির পাশের রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি বেপরোয়া গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে ভাদিরন নেছা রাস্তার ওপর পড়ে গিয়ে রক্তাক্ত জখম হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা ৫টার দিকে তিনি মারা যান।