পাউয়ারটিলারের ধাক্কায় মোটরসাইকেলের দুজন আহত

স্টাফ রিপোর্টার: পাউয়ারট্রিলারের ধাক্কায় মোটরসাইকের চালক ও আরোহী দুজন গুরুতর আহত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জাফরপুর-নূরনগর মোড়ের অদূরে এ দুর্ঘটনা ঘটে। আহত ইয়াসিন ও জনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের বেগমপুর ইউনিয়নের ঝাঝরির ইউনুস আলীর ছেলে জনি (২৩) ও আড়িয়ার চকের সাব্দার হোসেনের ছেলে ইয়াসিন (২০) মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে জাফরপুর-নূরনগর মোড়ের অদূরে একটি পাউয়ারটিলারের ধাক্কায় আছড়ে পড়ে দুজনই আহত হয়।

Leave a comment