বিরোধপূর্ণ প্রতিবেশীর বাড়ি যাওয়ায় ভাবীকে কামড়ে ও পিটিয়ে আহত করেছে দেবর?

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের তিতুদহ আবাসন খাসপাড়ার কুলসুমের (৪৫) গলাসহ শরীরের বেশ কয়েকটি স্থানে কামড়ের দাগ। লাঠিপেটারও চিহ্ন স্পষ্ট। তাকে গতকাল রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওমর আলীর স্ত্রী কুলসুম অভিযোগ করে বলেছে, দেবর আজিজ ও তার স্ত্রী নূরুন নেছা পিটিয়ে ও কামড়ে গুরুতর আহত করেছে। কেন? এ প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি বলেছেন, প্রতিবেশী রহিমের সাথে দেবরের ছাগল নিয়ে বিরোধ। এ বিরোধের কারণে রহিমের বাড়িতে যেতে বারণ করে। রহিমের স্ত্রী তার বাড়িতে চুলা তৈরির জন্য ডাকলে রোববার সকালে যায়। দেবর এতে রেগে ঝগড়া বাধায়। এক পর্যায়ে কামড়ে ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

কুলসুম এ অভিযোগ করলেও অভিযুক্ত আজিজ বা আজিজের পক্ষের তেমন কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে আজিজও ক্ষতিগ্রস্ত হয়ে পুলিশে কুলসুমের বিরুদ্ধে নালিশ করেছে বলে একটি সূত্র জানিয়েছে।

 

Leave a comment