অধ্যক্ষ আব্দুর রহমান চেয়ারম্যান হাফিজুর রহমান সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বার্ষিক বনভোজন আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়েছে। একই সাথে ঘোষণা করা হয়েছে দ্বিবার্ষিক নতুন কমিটির তালিকা। নবর্নির্বাচিত কমিটিতে চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকপদসহ প্রায় সকল পদেই প্রার্থীরা একক প্যানেলে পুনঃনির্বাচিত হয়েছেন।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন কমিটিতে একক প্যানেলভুক্ত বিজয়ীরা হলেন- চেয়ারম্যান পদে অধ্যক্ষ আব্দুর রহমান, ভাইস চেয়ারম্যান মিসেস ইলা হক ও শেখ গোলাম শওকত, সাধারণ সম্পাদক পদে বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক আব্দুল লতিফ, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান ও যুগ্মকোষাধ্যক্ষ ডা. আব্দুল লতিফ। এছাড়া নির্বাহী সদস্যরা হলেন- যথাক্রমে রেজাউল হক, ইদ্রিস হোসেন, আব্দুস সালক, এসএম রবিউর রহমান, নাসির উদ্দীন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মৌসুফা বেগম, জাফরুল হক, অমিনুল ইসলাম চৌধুরী, আবুল হাসেম ও মিসেস শামিমা হোসেন। গতপরশু ২৮ ফেব্রুয়ারি এ নির্বাচন সম্পন্ন হয়। গতকাল রোববার চুয়াডাঙ্গা সার্কিট হাউজের বিপরীতে হান্নান মিয়ার বিশাল আমবাগানে বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা, সাবেক অধ্যক্ষ সংগঠনের উপদেষ্টা সিদ্দিকুর রহমান, অ্যাড. মানি খন্দকার। বনভোজন শেষে নির্বাচিত কমিটি প্রকাশ করেন আব্দুল হাই।