জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস এবং স্বাধীনতা দিবস উপলক্ষে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা গণগ্রন্থাগার। ছড়া ও কবিতা আবৃত্তি ৩য় থেকে ৫ম শ্রেণি ক- গ্রুপ, ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি খ-গ্রুপ, আর ৯ম থেকে ১০ম শ্রেণি পর্যন্ত গ-গ্রুপের প্রতিযোগিতা আগামী ২০ মার্চ শুক্রবার। গ্রুপ-ক ৫ম থেকে ৮ম শ্রেণি রচনা প্রতিযোগিতা। বিষয় আমাদের বঙ্গবন্ধু। লিখতে হবে ১ হাজার শব্দের মধ্যে। খ-গ্রুপ ৯ম-১০ম শ্রেণি, বিষয় বঙ্গবন্ধু শতাব্দির মহানায়ক। শব্দ সংখ্যা ১ হাজার ২শ’র মধ্যে। গ্রুপ-ক ৫ম থেকে ৮ম শ্রেণি, বিষয় স্বাধীনতা ও জাতীয় দিবস ১ হাজার শব্দের মধ্যে। গ্রুপ-খ ৯ম থেকে দ্বাদশ শ্রেণি, বিষয় ২৬ মার্চ ও মুক্তিযুদ্ধ, লিখতে হবে ১ হাজার ২শ শব্দের মধ্যে। গ্রপ-গ স্নাতক, স্নাতক (সম্মান), স্নাতকোত্তর শ্রেণি পর্যন্ত, বিষয় মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশ। লিখতে হবে দেড় হাজার শব্দের মধ্যে। গ্রুপ-ঘ সর্বসাধারণের জন্য। বিষয় বাংলাদেশের কবিতায় মুক্তিযুদ্ধ। লিখতে হবে ২ হাজার শব্দের মধ্যে। রচনা জমা দিতে হবে আগামী ২২ মার্চের মধ্যে। প্রয়োজনে ০১৭১৬৪৭৭১৫৯ যোগাযোগ করা যেতে পারে। প্রেসবিজ্ঞপ্তি।